বগুড়ার গাবতলীতে সানজিদা খাতুন নামে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমার ঘোন উত্তরপাড়া গ্রামে।
এর আগে বুধবার সকালে বাড়ির উঠোন থেকে নিখোঁজ হয় সানজিদা। অপহরণকারীরা তাকে হত্যার পর হাত পা বেঁধে একটি স্টিলের বাক্সে ভরে রেখেছিলে। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা শাহীন প্রামাণিক বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমার ঘোন উত্তরপাড়া গ্রামের প্রবাসী উজ্জ্বলের ছেলে নবম শ্রেণির ছাত্র রিয়াদ এবং একই গ্রামের সাজু প্রামানিকের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র শুভ।
গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল জানান, গ্রেফতারকৃত রিয়াদ নিজেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী দাবি করেছে। আর শুভ বলেছে, সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ জানিয়েছে- তার খালার বিয়ে উপলক্ষে নতুন জামা-কাপড় কেনার টাকার জন্য তারা সানজিদাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। তারা ভারতীয় ক্রাইম পেট্রোল অনুষ্ঠান দেখে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের কৌশল রপ্ত করে। হত্যার ঘটনায় নিহত সানজিদার বাবা শাহীন প্রামাণিক বাদী হয়ে বৃহস্পতিবার সকালে গাবতলী থানায় একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন