নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া গাজীপুর বিল এলাকায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া গাজীপুর বিল এলাকায় চট্রগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন অজ্ঞাত বাসযাত্রী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন দু’জন, তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতারা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রাজ্জাক (৫২) ও রাজশাহী মোহনপুর উপজেলার ধূরইল গ্রামের ময়েজউদ্দিনের ছেলে আব্দুল আজিজকে (৪০)। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক