বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী আইনুল ইসলাম (১৬) নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে বাঙ্গালী নদীর সোনাকানিয়া গ্রামের গুড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আইনুল ইসলাম জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে উপজেলার বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী।
পরিবারের লোকজন জানিয়েছে, শনিবার দুপুর ১টার দিকে আইনুল ইসলাম সোনাকানিয়া গ্রামের গুড়াভাঙ্গা বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এ সময় আশেপাশের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে সোনাতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল ৪টায় পর্যন্ত সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা নদীতে ওই স্কুল ছাত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, নদীতে স্কুলছাত্রের কোন খোঁজ না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরীদলকে ডাকা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ