যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাগআঁচড়ায় যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এক ঘণ্টা অবরোধের পর এলাকাবাসী রাস্তা ছেড়ে যান।
স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর রাতে নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের ওপর হামলা করেন। তখন আব্দুল খালেকের সমর্থক আব্দুল খালেক ধাবক, তার ছেলে মোস্তাক ধাবক ও সাজ্জাদুল ধাবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রথমে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার রাত ৩টার দিকে মারা যান তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, মোস্তাক ধাবকদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি বলেন, মোস্তাকের মৃত্যুতে স্থানীয়রা বিক্ষুব্ধ হলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ