টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে আবর্জনার স্তূপে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। তালগাছ প্রতীকে সিলমারা ৫২৭টি ব্যালট পেপার নির্বাচনের ৯দিন পর আজ শনিবার এ ইউনিয়নের সেহরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আবর্জনার স্তূপে পাওয়া যায়।
এ নির্বাচনে তালগাছ প্রতীকে ১ হাজার ৫৩০টি ভোট পেয়ে দ্বিতীয় হন বিউটি আক্তার। ১ হাজার ৯১৯টি ভোট পেয়ে সংরক্ষিত এ ওয়ার্ডে নির্বাচিত হন রাশেদা বেগম। জয়ের জন্য ভোটের ব্যবধান ছিল ৩৮৯টি। বিউটি আক্তারের পারিবারিক অস্বচ্ছলতার কারণে তার পক্ষে তিনিসহ আশপাশের লোকজন ‘ভোট ভিক্ষা’ চান ভোটারদের কাছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, নির্বাচনে আপিলের সুযোগ আছে। তিনি ইচ্ছা করলে আপিল করতে পারবেন। নির্বাচন সংশ্লিষ্ট কারও গাফলতির কারণে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ