বরিশালে ফিজিবিলিটি স্ট্যাডি ফর নিউ প্রোজেক্ট অব ডিওয়াইডি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আয়োজনে শনিবার দিনভর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।
জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা ফজিবিলিটি স্ট্যাডি ফর নিউ প্রোজেক্ট অব ডিওয়াইডি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ