দিনাজপুর জেলার সকল পৌরসভার ইউনিট কমিটির সমন্বয়ে জেলা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নজমুল হুদাকে সভাপতি ও বীরগঞ্জ পৌরসভার ইপিআই সুপারভাইজার মো. রুস্তম আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) দিনাজপুর জেলা ইউনিট কমিটির নাম ঘোষণা করেন বিএপিএস রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সচিব মো. মজিবর রহমান।
শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) দিনাজপুর পৌরসভা ইউনিটের সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। বিএপিএস দিনাজপুর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক, দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দীনের সঞ্চালনায় মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএপিএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পাটোয়ারী, বিএপিএস রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সচিব মো. মজিবর রহমান, বিএপিএস রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএপিএসের দিনাজপুর পৌরসভা ইউনিটের সকল নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ৯টি পৌরসভা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ