‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ শ্লোগান নিয়ে বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার সকাল ১১টায় মহিলা টিটিসির হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ আহমেদ আল-ইমরানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বরিশাল কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ গোলাম কবির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সব্রত বিশ্বাস দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিনিধি আরিফ আহমদ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ