পটুয়াখালীর কলাপাড়ায় পৃথকভাবে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আবু বক্কর শিকদাররে মাত্র ১১ মাস বয়সী কন্যা সন্তান সাদিকুর নাহার
অসাবধানতার কারণে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। প্রায় ঘন্টা খানেক পর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেল পাঁচটায় উপজেলার মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামের ছয় বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তাকেও কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
মৃত মিতু মরিয়ম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আবু জাফরের কন্যা। তার নানা বাড়ি বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার ঘটেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ