সিলেটের বিশ্বনাথের আলোচিত মাদ্রাসা ছাত্র রবিউল ইসলাম (১২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে গোয়াহরী লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহত রবিউলের পিতা আকবর আলী, মাতা গুলবানু বিবি, মামা শওকত আলী, উপজেলা যুবলীগ নেতা আবদুল কাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থ সারথী দাস পাপ্পু, সংগঠক শামসুল ইসলাম, ইউসুফ আলী ও আনিছুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা ছাত্র শিশু রবিউল খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে হবে এবং দ্রুত সকল খুনিকে ফাঁসি দিতে হবে। বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রবিউলের পিতা আকবর আলী ও
মাতা গুলবানু বিবি। তারা কান্নাজড়িত কণ্ঠে সরকার ও প্রশাসনের কাছে রবিউলের খুনিদের ফাঁসির দাবি জানান।
এর আগে, গত ১৫ নভেম্বর রবিউল হত্যায় জড়িত নিয়ামত উল্লাহ, হাসান ও ফয়জুল ওরফে ছয়দুলসহ আসামিদের গ্রেফতার দাবিতে মামলার বাদী আকবর আলী ও এলাকার প্রায় দুই শতাধিক মানুষের স্বাক্ষর করা স্মারকলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ