চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। এ ঘটনায় গুরুতর আহত যাত্রী রিপনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই