বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির অফিস চত্বরে পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন শেখ রানা, জেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান।
সভায় অধ্যাপক আলমগীর হোসেন বলেন, সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না। এই মুহুর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে হবে।
বিডি প্রতিদিন/এএম