বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের বড় বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উজ্জামান সিজারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের পোস্ট অফিসের সামনে থেকে শিল্পকলা অভিমুখে যাত্রা করে। বিক্ষোভ মিছিলে চেয়ারপারসনের স্থায়ী মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি তুলে স্রোগান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রবিউল মল্লিক, বকুল হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক রাহাত হাসান মালিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ