৩০ নভেম্বর, ২০২১ ২২:২১

বাগেরহাটে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় মামুন (১৫) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে সোমবার রাত ৯টার দিকে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে মামুন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন মঠবাড়িয়া উপজেলার গোলাবুনিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মৃতের প্রতিবেশী আল আমিন জানান, বাবার সঙ্গে কয়েক বছর আগে মা রেকসনা বেগমের বিচ্ছেদের পর নানীর কাছে থাকতো সে। অন্যের নৌকায় জেলে শ্রমিক হিসেবে সুন্দরবনে মাছ ধরতো। ঘটনার সময় তার নানী মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগে সে বিষপান করে। প্রেমঘটিত কোনো কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর