১ ডিসেম্বর, ২০২১ ২০:৫১

টেকনাফে ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। এ সময় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ওই রোহিঙ্গা হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ ক্যাম্পের ব্লক সি/৬,বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ইসলাম (৩২)।

 এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, বুধবার দুপুরে ২৬ নং শালবাগান ক্যাম্পের ব্লক এ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা রফিকের বসত ঘরের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিটিম অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে উক্ত স্থান তল্লাশি করে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১, রাস্তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ হাতেনাতে মো. ইসলাম (৩২) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর