১ ডিসেম্বর, ২০২১ ২০:৫৭

গাজীপুরে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর মতো গাজীপুরেও সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার সাড়ে ১০টার দিকে গাজীপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। 

শিক্ষার্থীরা বলছেন, এক দেশে দুই নীতি হতে পারে না। দেশের সব শিক্ষার্থীদের অধিকার সমান। ঢাকার শিক্ষার্থীরা হাফ ভাড়া দিবে, অথচ গাজীপুরসহ সারাদেশের শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিবে এটা অন্যায় এবং অযৌক্তিক। সারাদেশের শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র রাজধানীর শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হলে শিক্ষার্থীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হবে। আমরা এ বৈষম্য মানি না, মেনে নিতে পারি না। তাই ঢাকার মতো গাজীপুরসহ সারাদেশেও সড়ক, নৌ, রেল এবং মেট্রোরেলে হাফ ভাড়া কার্যকর করতে হবে। তা না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।

তারা আরো বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন কোনো পরিবহন চলাচল করতে পারবে না- তা নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও রাস্তা পারাপারের জন্যে জেব্রা ক্রসিং এবং তা মেনে চলার জন্যে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। দ্রুত বিচারিক ট্রাইবুনালে বিচার ও নিহত শিক্ষার্থী বা যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। 

এছাড়া সারাদেশের প্রত্যেক জেলায় যতগুলো বিআরটিসি বাস ছিল সেগুলো সচল করতে হবে এবং প্রতি জেলায় বিআরটিসি বাসের সংখ্যা বাড়াতে হবে। গাড়ি চালকদের জন্য দেশে যতগুলো ট্রেনিং ইন্সটিটিউট ছিল সেগুলো সচল করতে হবে এবং মাসিকভাবে ডোপ টেস্ট করতে হবে। কোনো গাড়িচালক দৈনিক ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে পারবেন না এবং সে হিসেবে ভাতা পাবেন। মালিকের সঙ্গে নির্দিষ্ট দৈনিক অর্থ জমার চুক্তি থাকতে পারবে না- তা নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার জন্যে প্রত্যেক বাসের অভ্যন্তরে ক্যামেরা স্থাপন করতে হবে বলেও শিক্ষার্থীরা দাবি করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর