১ ডিসেম্বর, ২০২১ ২১:৪৩

শরীয়তপুরের কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু দগ্ধ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু দগ্ধ

শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর ভাসানচর গ্রামের মল্লিক বাড়ির পাসে ফসলি জমি থেকে কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে এক শিশু। আহত মাহিম (৬) উত্তর ভাষানচর গ্রামের কুট্টি মল্লিকের ছেলে। আহত ফাহিমাকে হাজি শরিয়াতুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার উত্তর ভাষানচর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, উত্তর ভাসানচর মল্লিক বাড়ির পাশে ফসলি জমি থেকে শিশু মাহিম খেলার বল মনে করে বাড়িতে নিয়ে আসে এবং হাতবোমার পেঁচানো টেপ খুলতে গেলে বোমাটি বিস্ফোরিত হয়ে শিশুটির ডান হাত ও মুখমণ্ডলসহ বুকের বিভিন্ন স্থানে ক্ষত হয়। ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে।

আর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর