১ ডিসেম্বর, ২০২১ ২২:২৭

টাকা আদায়ের সময় ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

টাকা আদায়ের সময় ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চাঁদাবাজির সময় ভুয়া এক সিআইডিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে চিলমারী উপজেলার রমনা ঘাটে আটককৃত ভুয়া সিআইডির নাম সাজু আহমেদ পায়েল ওরফে সুমন (২৫)। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব শঠিবাড়ি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পরে পুলিশ তাকে বুধবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করে। 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম তাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার একটি ভুয়া সিআইডি কার্ড এবং একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। ভুয়া সিআইডি সাজু আহমেদ পায়েল ওরফে সুমনের নামে চট্রগ্রাম সিএম ও ফটিকছড়ি থানা, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা, নীলফামারীর ডিমলা থানা, মৌলভীবাজার সদর ও বড়লেখা থানা এবং রংপুরের কোতয়ালি থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা রয়েছে। সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর