২ ডিসেম্বর, ২০২১ ১৬:০৩

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৬১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৬১

স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় এবার ৫টি উপজেলার ২৪টি কেন্দ্রে ১৬ হাজার ২শ ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে প্রথম দিনে ৬১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ১২ হাজার ৩৩ জন, আলিম পরীক্ষায় ৩টি কেন্দ্রে  ১ হাজার ১শ  ৭৩ জন ও এইচএসসি (ভোকেশনাল ও বিএম) পরীক্ষায় ৬টি কেন্দ্রে ৩ হাজার ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে এইচএসসি, আলিম ও এইচএসসি কারিগরী পরীক্ষায় ৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ ৮০ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৪ হাজার ৭শ ৮৬ জন, গোমস্তাপুরের ৬টি কেন্দ্রে ৩ হাজার ২শ ০৭ জন, নাচোলের ৩টি কেন্দ্রে ১ হাজার ৪শ ৩৩ জন ও ভোলাহাটের ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শ ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর