২ ডিসেম্বর, ২০২১ ২৩:০৭

পঞ্চগড়ে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

পঞ্চগড়ে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। 

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই সমাবেশে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ। 

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। এটা আমাদের গর্বের বিষয়। এসময় তিনি উপস্থিত সবাইকে দেশ প্রেম বিষয়ক শপথ বাক্য পাঠ করান।  আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে। পরে নাট্যদল ভূমিজ ও হিমালয় কন্যা থিয়েটারের পরিবেশনায় বিজয় পথে পথে শির্ষক একটি নাটক পরিবেশিত হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন আশরাফ হোসেন ও প্রিয়াংকা। নাটকটিতে প্রায় ৩৫ জন নাট্যকর্মী অভিনয় করেন। পরে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ড দল লালন, পান্থকানাই সহ আরও অনেকে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর