সদ্য সমাপ্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রায় ৪৫ বছর পর আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ৩০ নভেম্বর ৪৮ হাজার ৬১৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মো. মোখলেসুর রহমান।
তবে দীর্ঘদিন পর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ অনেকেই তাকে প্রতিদিন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা করছেন, আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।
নবনির্বাচিত মেয়র বলেন, লাখো মানুষের ভালোবাসা পেয়ে ধন্য তিনি। দল-মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ ভালবাসেন বলেই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এজন্য তিনি সবার কাছে ঋণী হয়ে থাকবেন।
পৌর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পৌর এলাকার রাস্তাগুলো সংকীর্ণ হয়ে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে, সেটি বিবেচনায় এনে রাস্তাগুলো প্রশস্তকরণে পরিকল্পনা গ্রহণ করা হবে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহের নাজেহাল অবস্থা। সেইসাথে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের অবস্থা ভাল না। এমনকি যেসব বস্তি রয়েছে, সেগুলো কলোনিতে রুপান্তরের পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া পৌরকর সহনীয় পর্যায়ে আনা হবে।
তিনি আরও বলেন, পৌরসভায় রাজস্ব আহরণে যে অরাজকতা রয়েছে, তা সঠিকভাবে যেন পরিচালিত হয়, সেজন্য যা যা করণীয় তাই করা হবে। নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সেজন্য পৌরসভায় বঙ্গবন্ধু কর্নার গড়ে তোলা হবে। একটি আধুনিক মানের পৌরসভা গড়ার চেষ্টা করা হবে। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই