সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ইউনিয়নে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী।
আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ইউনিয়নের ধামাইচ বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সবস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাওন ফারুকী, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক অস্ত্র, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি শেখ জাকারিয়া হোসেন রঞ্জ প্রমুখ।
বক্তরা বলেন, নৌকার প্রতীক মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী একজন সাবেক বিএনপির সভাপতি এবং বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাইব্রিড আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের ছেলে। তার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বার বার নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ- তিনি বিএনপির নেতাকে পরিবর্তন করে দলের যোগ্য, নিবেদিত, পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিবেন। এসময় নৌকার মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছেও অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/শফিক