দীর্ঘদিন বন্ধ থাকার পর বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালুর প্রথম দিনেই দেখা দিল বিপত্তি। নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বেনাপোল পৌঁছায় ট্রেনটি। পুরনো বগির কারণে পথে ট্রেনের একটি বগি অকেজো হওয়ায় বেনাপোল পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ যাত্রীদের।
জানা যায়, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির একটি বগি (ডব্লিউ ই সি খ ৭৩৭৭) বিকল হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ে বেনাপোল ছেড়ে যেতে পারেনি ট্রেনটি। দুপুর পৌনে ১টায় বেনাপোল ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিকাল ৪-২৩ মিনিটে। ট্রেন দেরিতে ছাড়ায় সকাল থেকে ষ্টেশনের অপেক্ষমান ভারত ফেরত যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়।
বেনাপোল রেল ষ্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার পারভিন আক্তার জানান, বিকল বগিটি মেরামতের জন্য ঈশ্বরদি রেল ষ্টেশনে রেখে ট্রেনটি ঢাকা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল