ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আলোচিত মাসুদ হত্যা মামলার আসামি মাধব আলীর বাড়ি থেকে স্টিল দিয়ে বানানো ১০টি বুকের ঢালসহ সেফ গার্ড, ৩টি গুলতি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগাতুয়ার গ্রাম থেকে পুলিশ সংঘর্ষে ব্যবহারের এসব সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রামবাসী জানায়, ইউপি নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী ভিপি মারুফের সমর্থক খাগাতুয়া গ্রামের মাসুদ মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হাতের ও পায়ের রগ কেটে হত্যা করে প্রতিক্ষের লোকজন। মাসুদ মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িতরা আগে থেকেই সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য এসব উপকরণ তৈরি করে রেখেছিলো।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, এলাকায় দাঙ্গা সৃষ্টি করার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলো মাসুদ হত্যা মামলার আসামিরা। এইসব সরঞ্জাম তারই একটি অংশ।
গ্রাম পুলিশ কালন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ মিয়া হত্যা মামলার পলাতক আসামি মাধব মিয়ার বাড়ি থেকে মারামারি করার সময় শরীরে লাগানোর এ সব মালামাল পেয়ে থানাকে আমি অবগত করি। পরে ওসি স্যারের নির্দেশে এইসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক বিট পুলিশের মাধ্যমে এসব সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু কারা এসবের সাথে জড়িত তা খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল