বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর দুই বছর মেয়াদের জন্য ভোট গ্রহণ হবে। মোটর মালিক গ্রুপের নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আগামী ৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ ডিসেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রাকাশিত হবে ৭ ডিসেম্বর। মোটর যানের ব্লু-বুক জমা নেয়া হচ্ছে। নির্বাচনী কমিটির আহবায়ক খোরশেদ আলমের কাছে বৃহস্পতিবার থেকে চার মাথা টার্মিনালের প্রধান কার্যালয়ে নির্বাচনী অফিসে মোটর মালিকরা দলে দলে সমবেত হয়ে ব্লু-বুক জমা দিচ্ছে। মোটর যানের হালনাগাদ করতে বিআরটিএ অফিসেও ভিড় জমেছে।
৬ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটির আহবায়ক খোরশেদ আলম জানান শুক্রবার বিকাল ৪ পর্যন্ত ৩শ ব্লু-বুক নির্বাচন পরিচালনা কমিটির কাছে জামা পড়েছে। শুক্রবার রাত ৯ টা পর্যন্ত ব্লু-বুক জমা নেয়া হবে। শনিবার পর্যন্ত ব্লু-বুক জমা নেয়া হবে। মোটর মালিক গ্রুপের একটি সূত্র থেকে জানা গেছে, প্রায় সাড়ে ৮শ ভোটার ভোট দেবেন।
মোট ১৯টি সদস্য পদে ভোট গ্রহন হবে। ভোট গ্রহন সম্পন্ন হওযার পর পরবর্তীতের নির্বাচিত সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাকসহ ২১টি পদের কর্মকর্তাদের নির্বাচিত করবেন। নির্বাচনে ৩ জন নির্বাচনী বোর্ড ও ৩ জন আপিল বোর্ড থাকবেন। এ ছাড়া সাংবাদিক,আইনজীবী, মোটর মালিকদের কিছু সদস্যসহ প্রায় ২০ জনকে নির্বাচনী উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জানান।
বিডি প্রতিদিন/এএ