গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যে কারিতাসের সহায়তায় প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলার তুমুলিয়া ও নাগরী ইউনিয়নে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শুক্রবার সকালে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তুমলিয়া ধর্ম পল্লীর সাধু মাইকেল মিলনায়নে পাল পুরোহিত ফাদার আলবিন গমেজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিঞা।
এদিকে দিবসটি উপলক্ষে একই সময়ে নাগরী ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ এর সভাপতিত্বে পৃথক অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অলিউল ইসলাম (অলি) এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় কারিতাসের কর্মকর্তা ফরিদ আহমদ খান, নরবার্ট শর্মা, জয়ন্ত মজুমদার, অনিল চন্দ্র রায়, যোশেফ ডি সিলভা, শিপ্রা রোজারিওসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের নিয়ে প্রতি বছর মিলন মেলার আয়োজন করে তা তাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করে। এই আনন্দের অনুভূতি তাদের আগামীর সুন্দর পথ চলতে অনুপ্রেরণা যোগায়। কারিতাসের এসডিডিবি প্রকল্প-এর সহায়তায় এ কর্মসূচি পালিত হয়।
বিডি প্রতিদিন/এএ