পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উপজেলার ইউপিগুলোতে দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন ১ নম্বর ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আব্দুল হক আবু, ২ নম্বর নশরতপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক আজাদ, ৩ নম্বর আদমদীঘি সদর ইউনিয়নে জিল্লুর রহমান, ৪ নম্বর কুন্দগ্রাম ইউনিয়নে শমিম উল ইসলাম, ৫ নম্বর চাঁপাপুর ইউনিয়নে শামসুল হক, ৬ নম্বর সান্তাহার ইউনিয়নে নাহিদ সুলতানা তৃপ্তি।
বিডি প্রতিদিন/এএ