বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর পূর্বপাড়ার আব্দুস সামাদের ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, মেহেদী হাসান গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের এক ডাক্তারের গাড়ির চালক ছিলেন। শুক্রবার ছুটির দিন বেলা ১২টার দিকে পাশের গ্রাম চকজোড়া এলাকায় জনৈক জুয়েল নামে এক ব্যক্তির খুঁটি কারখানার টিনসেড বারান্দার উপর মটর পাম্প চালিয়ে তার ব্যবহৃত বাইসাইকেল ধৌত করছিলেন। এসময় বারান্দার সাথে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে তার মাথা জড়িয়ে পড়ে ঘটনাস্থলেরই তিনি মারা যান।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল