শিক্ষকের ‘অবকাশের ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শাহাদাৎ হোসাইনের রচিত ‘অবকাশের ভাবনা বইটির মোড়ক উন্মাচন করেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দাস, বিএন হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়া। সভাপতিত্ব করেন উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ।
বিডি প্রতিদিন/হিমেল