নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া দীঘি দখল নিয়ে বিরোধের জেরে মকলেছুর রহমান মকলেছ হত্যা মামলার প্রধান আসামি বাদশাহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে লালপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলা ঈশ্বরপাড়া গ্রামের মৃত বাঁশি মন্ডলের ছেলে।
এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর