শুক্রবার বিকাল ৪টা। হঠাৎ করেই বাড়ির মধ্যে বিকট শব্দে পড়লো পটকা। পর পর তিনটি পটকা ফুটলো বাড়ির মধ্যে। পটকার শব্দে ঘর থেকে বাইরে বের হন বাড়ির মালিক জিল্লুর রহমান এবং তার স্ত্রী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম। ঘর থেকে বের হতেই দেখতে পান কয়েকজন ব্যক্তি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে লোকজন ডাকতে বাড়ির বাইর বের হওয়ার চেষ্টা করেন জিল্লুর রহমান।
এ সময় স্থানীয় চেয়ারম্যান এবং আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মকবুল মৃধার লোকজন তাদের বাড়ির প্রধান ফটকে তালা দেওয়ার চেষ্টা করে। একরকম জোর করেই বাড়ির বাইরে হন তারা। লোকজন আগুন নেভাতে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে। চেয়ারম্যান মকবুল মৃধা শ্রীপুরে নৌকার মনোনয়ন পাওয়ার পরই প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার নৌকার প্রার্থী চেয়ারম্যান মকবুল মৃধার লোকজন জোর করে বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বাগমারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারাও দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে সন্ধ্যায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন