জয়পুরহাটের মোসলেমগঞ্জ বাজারে সাইফুল ইসলাম (৫০) নাম এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কালাই উপজেলার কড়মকা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার লে.কমান্ডার তৌকির জানান, কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ওষুধের দোকানে ওষুধ ব্যবসার আড়ালে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে- একজন এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৩৮০ পিস আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, গ্রেফতারকৃত সাইফুল নিষিদ্ধ এই ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল। পরে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম