চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে গরুর খামার থেকে ১৫টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে।
গরুর খামারের মালিক আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাতে তিনি ও তার স্ত্রী খামারের মধ্যে ঘুমিয়েছিলেন। কিন্তু রাত দেড়টার দিকে ৫ জন ব্যক্তি খামারের বাঁশের বাতা কেটে ঢুকে নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে খামারে মাদক আছে এবং তল্লাশি করা হবে বলে জানায়। এক পর্যায়ে তাকে ও তার স্ত্রীর হাত ও পা বেঁধে ফেলে রাখে এবং খামার থেকে ১৫টি গরু নিয়ে চলে যায়। পরে খামার মালিক আশরাফুল ইসলাম নিজের বাঁধন খুলে চিৎকার চেঁচামেচি শুরু করলে তার ভাই মিজানুর বাড়ি থেকে বের হয়ে আসে। এসময় তাৎক্ষণিক ৯৯৯ এ পুলিশি সহযোগিতা চেয়ে কল দেয়া হয়।
এ ঘটনার পর শনিবার সকাল ৭টায় এসআই বদিউজ্জামান ঘটনাস্থলে আসলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, খামারের মালিককে লিখিত অভিযোগ দেয়ার জন্য গোমস্তাপুল থানায় আসতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম