দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় আগুনে ৫টি ঘরসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দিবাগত রাতে বিরামপুর পৌর শহর এলাকার পূর্ব জগন্নাথপুর বকুলতলা মোড়ে সাবেক মেম্বার আব্দুল লতিফ মন্ডলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে ধারনা ফায়ার সার্ভিস’র।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ বলেন, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌর শহর এলাকা পূর্বজগন্নাথপুর বকুলতলা মোড়ে ভয়াবহ আগুন লাগে। সংবাদ পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে ধারনা ফায়ার সার্ভিস’র। পানির সংকট থাকায় পাশের নবাবগঞ্জ ও ফুলবাড়ি উপজেলার দুইটি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থল পরির্দশন করে সমবেদনা জ্ঞাপন করেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম