নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলিএবং ৭ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নাম আবুল কাশেম (৬০)। তিনি লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।
বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বায়তুল আঞ্জুমান ভবন থেকে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার উত্তর পশ্চিম কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী কাশেমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর