৯ ডিসেম্বর, ২০২১ ১৫:০৩

মানিকগঞ্জে দুর্যোগ মোকাবিলায় দিনব্যাপী কর্মসূচি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে দুর্যোগ মোকাবিলায় দিনব্যাপী কর্মসূচি

মানিকগঞ্জে দুর্যোগ মোকাবিলায় দিনব্যাপী কর্মসূচি।

বন্যা, ঘূর্ণিঝড় ও করোনা মোকাবিলায় মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের করণীয় বিষয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা পরিষদ মিলনায়নে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাক্তর মো. লুৎফর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসলাফিল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ জন সহকারী শিক্ষকের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৪১ জন নারী শিক্ষক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর