৯ ডিসেম্বর, ২০২১ ১৬:০৪

চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সভাকক্ষে এ কর্মশালা হয়।

কর্মশালায় জানানো হয়, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলমান থাকবে। এতে চার উপজেলা ও চার পৌরসভার এক লাখ ৩৭ হাজার ২৫ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়নের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গ প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। কর্মশালায় চুয়াডাঙ্গা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর