ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। আজ সকাল ১১টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমানের সঞ্চালনায় ‘হটাও দুর্নীতি, বাঁচাও দেশ’ প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ