কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ঢাকা থেকে আগত ডে কোচ ও ব্যাটারিচালিত রিক্সার সংঘর্ষে সাইফুর রহমান (৫০) নামের এক রিক্সা চালক নিহত হয়েছেন। এ সময় ওই রিক্সায় শিশুসহ এক মহিলা যাত্রী আহত হন। বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে বাসস্ট্যান্ড থেকে জয়মনিরহাট যাওয়ার পথে ব্র্যাক অফিসের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ফিরে আসা ভুরুঙ্গামারীগামী একটি ডে কোচের বাসের সঙ্গে ভুরুঙ্গামারী থেকে যাওয়া একটি ব্যাটারিচালিত রিকশার সাইড নিতে গিয়ে রিক্সার ডান পাশে ধাক্কা লাগে। এ সময় রিক্সাচালক সাইফুর রহমান (৫০) ছিটকে পড়ে গিয়ে মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় ওই রিক্সায় থাকা এক শিশুসহ মনিকা নামে যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।নিহত সাইফুর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের চারমাথা গ্রামেন মৃত পনির উদ্দিনের ছেলে। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ