বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রাম থেকে নিখোঁজ ঝন্টু রায়ের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। ঝন্টু স্থানীয় মোল্লাপাড়া গ্রামের প্রয়াত জগদ্বীশ রায়ের ছেলে।
ঝন্টুর ছেলে রাজু রায় জানান, গত বুধবার রাতে ঘর থেকে বের হয়ে তার বাবা আর বাড়িতে ফেরেননি। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি তারা। বৃহস্পতিবার সকালে নিজেদের জমির আইলে তার বাবার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের পরিবারকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারন নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন