টাঙ্গাইলের সখীপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছে উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহীনুর আলম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ