ভাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে পতাকা উওোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ভাঙ্গা সহকারী জজ আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে উপজেলা শহরের বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে। শেষে উপজেলা সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হেদায়েত হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের আহবায়ক ভাঙ্গা কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ