বেগম রোকেয়া দিবস উদযাপন ২০২১ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল ৫ জন নারীকে জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মাননা ও সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনি ও স্থানীয় এমপির মাতা মমতা আরেং (সফল জননী), মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ঝর্ণা ঘোষ (সমাজ উন্নয়নে অবদান), মোছা. ফিরোজা (অর্থনেতিক ক্ষেত্রে), শিরিনা আক্তার (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা) ও আসমা উল হোসনা (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে)। সম্মাননা ও সংবর্ধনাপ্রাপ্তদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু।
অনুষ্ঠানে এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, স্থানীয় এমপির বড় বোন আল্পনা আরেংসহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ