গোপালগঞ্জে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শহরেরর গেটপাড়ায় এ কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওসমান গনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হাসান বলেন, ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে ১৬ মিটার দৈর্ঘ ও ১২ মিটার প্রস্থ কালভার্ট নির্মাণ করা হবে। এ কালভার্টের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন