বগুড়ার নন্দীগ্রামে মির্জাপুর বার্মন গ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা এলএলবি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বুধবার রাতে অনুষ্ঠিত পথ সভায় আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্রের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোরশেদুল বারী, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, যুবলীগ নেতা ইঞ্জি. মোফাজ্জল বারী, সুজন প্রামানিক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ