আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ২২৪ জন প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়নপত্র রিটানিং কর্মকর্তাদের কাছে দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিতসহ ৬ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা পদে ৭ জন প্রার্থী, মাধনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতসহ ৬ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রার্থী সংরক্ষিত পদে ১০ জন, খাজুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীতসহ ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, সংরক্ষিত পদে ১০ জন, পিপরুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতসহ ৪ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন, সংরক্ষিত পদে ১২ জন, বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতসহ ৮ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র রিটানিং কর্মকর্তাদের কাছে দাখিল করেন।
পঞ্চম ধাপে নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ