রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬ টার কিছুক্ষণ পর রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার ওই জুট মিলে উৎপাদন কারখানায় আগুন লাগে। উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের টেঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫ টি ইউনিট।
রাজবাড়ী জুট মিলের জেনারেল ম্যানেজার আলী আহম্মেদ বলেন, শুক্রবার মিল বন্ধ ছিলো। মিলের ইমালশন প্লান্ট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি স্থানীয়রা দেখে চিৎকার শুরু করে। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।
বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরুপে আগুন নেভাতে ইউনিট গুলো কাজ করে যাচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের এই দাবির প্রতি ক্ষোভ জানিয়েছেন মিলের মালিক ও শ্রমিকরা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শেখ বলেন, এটি একটি শিল্প কারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন