ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ২০২১-২৩ নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে স্থানীয় অম্বিকা হলে ‘নজরুল ইসলাম’ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক। নজরুল ইসলামের সভাপতিত্বে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর বাজার বর্ণিক সমিতির সভাপতি মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা অনিমেষ রায়, যুবলীগ নেতা সৈয়দ আলী আশরাফ পিয়ার, পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, পৌর কাউন্সিলর গোলাম মো. নাছির, মতিউর রহমান শামীমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুকসুর সাবেক ভিপি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা শামীম হক ‘নজরুল ইসলাম’ প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোটারদের ভোট প্রার্থনা করেন। ‘নজরুল ইসলাম’ প্যানেলের যারা রয়েছেন তারা হলেন, মোঃ নজরুল ইসলাম, জয় গোবিন্দ সাহা, মতিউর রহমান নান্নু, শামচুল আলম চৌধুরী, সৈয়দ আলী আশরাফ পিয়ার, মহসিন শরীফ, দীপক মজুমদার, সিদ্দিকুর রহমান, মতিউর রহমান শামীম, নুরুল ইসলাম মোল্যা, আব্দুর রউফ খান, মনিরুজ্জামান মনির, জাহিদুল ইসলাম, কে এম খায়রুদ্দিন মিরাজ, ইকবাল হোসেন ও এস এম জাহিদ হোসেন। আগামী ১৩ ডিসেম্বরের নির্বাচনে ১৬ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত সদস্যরা পরবর্তীতে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন