বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভক্ষণে ‘নেভাল এনসাইন ১০ স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু’ শিরোনামে বাংলাদেশ নৌবাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে খুলনায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর সমাধিস্থলে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে খুলনা নৌ অঞ্চলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুলসংখ্যক নৌসদস্য অংশগ্রহণ করেন। এসময় ১০ ডিসেম্বর ১৯৭১ এ পরিচালিত নৌ অপারেশন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণমূলক প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।
এছাড়া নৌবাহিনীর হাসপাতালসমূহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। দুপুরে বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় এবং অস্বচ্ছল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া বাদ জুমা সকল নৌঅঞ্চলের মসজিদসমূহে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন। ৭১ এর এই দিনেই মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া পদ্মা ও পলাশের চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
স্বাধীনতার পর একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করেন এবং একযোগে বানৌজা ঈসা খানসহ ৩টি ঘাঁটি বানৌজা হাজী মহসীন ও বানৌজা তিতুমীর এবং ৩টি জাহাজ কমিশনিং করেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন