কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই যুবকের বয়স ২০ থেকে ২২ এর মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে তালজাঙ্গা বাজার সংলগ্ন বাচ্চু মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুকুরে লাশটি ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশটি পাঁচ থেকে ছয়দিন আগের হতে পারে বলে পুলিশের ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর